ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৭. বিবাহ-শাদীর অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:১৫৯৩
হজ্জ বা উমরার ইহরাম-রত ব্যক্তির বিবাহ
(১৫৯৩) ইবন আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ইহরাম-রত অবস্থায় (ইবন আব্বাসের খালা) মাইমুনাকে বিবাহ করেন। বুখারির বর্ণনায় অতিরিক্ত রয়েছে: ‘এবং তিনি ইহরাম শেষ করে হালাল হওয়ার পরে তার বাসর-সম্মিলনের ব্যবস্থা করেন'।
عن ابن عباس رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم تزوج ميمونة وهو محرم... وبنى بها وهو حلال
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:১৫৯৪
হজ্জ বা উমরার ইহরাম-রত ব্যক্তির বিবাহ
(১৫৯৪) উসমান রা.র পুত্র আবান তার পিতার সূত্রে বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, ইহরাম-রত ব্যক্তি বিবাহ করবে না, তাকে বিবাহ দেওয়া যাবে না এবং সে বিবাহের প্রস্তাব দিবে না।
عن أبان عن أبيه عثمان بن عفان مرفوعا: قال لا ينكح المحرم ولا ينكح ولا يخطب
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা