ফিকহুস সুনান ওয়াল আসার
৭. বিবাহ-শাদীর অধ্যায়
হাদীস নং: ১৫৯৪
হজ্জ বা উমরার ইহরাম-রত ব্যক্তির বিবাহ
(১৫৯৪) উসমান রা.র পুত্র আবান তার পিতার সূত্রে বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, ইহরাম-রত ব্যক্তি বিবাহ করবে না, তাকে বিবাহ দেওয়া যাবে না এবং সে বিবাহের প্রস্তাব দিবে না।
عن أبان عن أبيه عثمان بن عفان مرفوعا: قال لا ينكح المحرم ولا ينكح ولا يخطب
হাদীসের ব্যাখ্যা:
গ্রন্থকার বলেন, এই হাদীসের অর্থ হল, ইহরাম-রত ব্যক্তির জন্য এ সকল কর্ম থেকে বিরত থাকা উত্তম বা এ সকল কর্ম তার জন্য ‘মাকরূহ তানযীহ' (কারণ উপরের হাদীস থেকে জানা যায় যে বিবাহ করা ইহরাম-রত ব্যক্তির জন্য অবৈধ বা নিষিদ্ধ নয়) । আল্লাহই ভালো জানেন ।
