ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৭. বিবাহ-শাদীর অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১৫৯৮
প্রাপ্তবয়স্কা মেয়েকে জোর করে বিবাহ দেওয়া যাবে না
(১৫৯৮) তাবিয়ি আবু সালামা ইবন আব্দুর রহমান ইবন আউফ [মৃ. ১০৪ হি.] বলেন, একমেয়ে রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট আগমন করে বলে, আমার পিতা আমার অপছন্দ সত্ত্বেও আমাকে একব্যক্তির সাথে বিবাহ দিয়েছেন । তখন রাসূলুল্লাহ (ﷺ) মেয়েটির পিতাকে বলেন, তোমার বিবাহ বৈধ হয় নি। তিনি মেয়েটিকে বলেন, তুমি যাও এবং যাকে ইচ্ছা বিবাহ করো।
عن أبي سلمة بن عبد الرحمن قال: جاءت امرأة إلى رسول الله صلى الله عليه وسلم فقالت: إن أبي أنكحني رجلا وأنا كارهة فقال رسول الله صلى الله عليه وسلم لأبيها: لا نكاح لك اذهبي فانكحي من شئت

তাহকীক:
তাহকীক চলমান