ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৬. হজ্ব - উমরার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১৫২৯
প্রয়োজন হলে হাদঈ বা হজ্জের পশুর পিঠে আরোহন করা
(১৫২৯) জাবির ইবন আব্দুল্লাহ রা. হজ্জে উৎসর্গ করার জন্য নিয়ে যাওয়া পশুর (হাদঈর) পিঠে আরোহণ করার বিষয়ে বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তুমি অন্যকোনো বাহন না পাওয়া পর্যন্ত এর পিঠে আরোহণ করবে। অন্য বর্ণনায়: যদি তোমার প্রয়োজন হয় তাহলে অন্য বাহন না পাওয়া পর্যন্ত হাদঈর পিঠে আরোহণ করবে।
عن جابر بن عبد الله رضي الله عنه (عن ركوب الهدي) مرفوعا: اركبها بالمعروف (إذا ألجئت إليها) حتى تجد ظهرا.

তাহকীক:
তাহকীক চলমান