ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৬. হজ্ব - উমরার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১৫৩০
কুরবানীর পশু যদি পথিমধ্যে অসুস্থ হয়ে পড়ে তবে তা জবাই করে দিতে হবে
(১৫৩০) ইবন আব্বাস রা. বলেন, আবু কাবীসাহ যুআইব রা. তাকে বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) তার সাথে হজ্জের পশু (উট বা গরু) পাঠাতেন। অতঃপর তিনি বলতেন, যদি কোনো পশু অসুস্থ হয়ে পড়ে এবং তুমি ভয় পাও যে তা মারা যাবে তাহলে তুমি তাকে জবাই করবে। অতঃপর তার পায়ের নালের মধ্যে তার রক্ত ভরে তার গায়ে ছিটিয়ে দিবে। আর তুমি বা তোমার সাথিরা কেউ তার গোশত ভক্ষণ করবে না।
عن ابن عباس رضي الله عنهما أن ذؤيبا أبا قبيصة حدثه أن رسول الله صلى الله عليه وسلم كان يبعث معه بالبدن ثم يقول إن عطب منها شيء فخشيت عليه موتا فانحرها ثم اغمس نعلها في دمها ثم اضرب به صفحتها ولا تطعمها أنت ولا أحد من أهل رفقتك

তাহকীক:
তাহকীক চলমান