ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৬. হজ্ব - উমরার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ১৫২৮
হজ্ব - উমরার অধ্যায়
হাদঈর তত্ত্বাবধান করা, গোশত দান করা এবং কসাইকে তা থেকে কিছু না দেওয়া
(১৫২৮) আলী রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাকে নির্দেশ প্রদান করেন যে, আমি তাঁর হজ্জের পশুগুলোর তত্ত্বাবধান করব, সেগুলোর গোশত, চামড়া ও পিঠের কাপড় দান কবর এবং কসাইকে তা থেকে কিছুই দেব না। তিনি বলেন, আমরা আমাদের নিজেদের নিকট থেকে কসাইকে প্রদান করতাম ।
كتاب الحج
عن علي رضي الله عنه قال: أمرني رسول الله صلى الله عليه وسلم أن أقوم على بدنه وأن أتصدق بلحمها وجلودها وأجلتها وأن لا أعطي الجزار منها قال نحن نعطيه من عندنا
tahqiq

তাহকীক: