ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৬. হজ্ব - উমরার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:১৫২৭
হাদঈ হিসাবে গরু প্রদান এবং তার গোশত ভক্ষণ করা
(১৫২৭) আয়িশা রা. (বিদায় হজ্জে তার ঋতুমতী হওয়া ও হজ্জ পালন করার বিবরণের মধ্যে) বলেন, কুরবানীর দিনে (যিলহজ্জ মাসের ১০ তারিখে) আমি পবিত্র হলাম । তখন রাসূলুল্লাহ (ﷺ) আমাকে নির্দেশ দেন এবং নির্দেশ মোতাবেক আমি বাইতুল্লাহয় গমন করে তাওয়াফে ইফাদা আদায় করি । তিনি বলেন, তখন আমাদেরকে গরুর গোশত এনে দেওয়া হয়। তখন আমি বললাম, এ কী? তখন তারা বললেন, রাসূলুল্লাহ (ﷺ) তাঁর স্ত্রীগণের পক্ষ থেকে হাদঈ হিসাবে গরু জবাই করেছেন।
عن عائشة رضي الله عنها قالت: فلما كان يوم النحر طهرت فأمرني رسول الله صلى الله عليه وسلم فأفضت قالت فأتينا بلحم بقر فقلت ما هذا؟ فقالوا أهدى رسول الله صلى الله عليه وسلم عن نسائه البقر
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান