ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৬. হজ্ব - উমরার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ১৫২৫
হজ্ব - উমরার অধ্যায়
উট কীভাবে জবাই (নহর) করতে হবে
(১৫২৫) আনাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) নিজ হাতে সাতটি উট দাঁড় করিয়ে রেখে জবাই (নহর) করেন।
كتاب الحج
عن أنس رضي الله عنه قال: نحر النبي صلى الله عليه وسلم بيده سبع بدن قياما
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১৫২৬
হজ্ব - উমরার অধ্যায়
উট কীভাবে জবাই (নহর) করতে হবে
(১৫২৬) জাবির রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এবং তাঁর সাহাবিগণের উট জবাই পদ্ধতি ছিল এই যে, উটটির সামনের বামপা বাঁধা হত এবং উটটি বাকি তিন পায়ের উপর দাঁড়িয়ে থাকত। এই অবস্থায় তাকে জবাই করা হত ।
كتاب الحج
عن جابر رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم وأصحابه كانوا ينحرون البدنة معقولة اليسرى قائمة على ما بقي من قوائمها
tahqiq

তাহকীক: