ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৬. হজ্ব - উমরার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৩ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১৫০৮
পোষা বন্যপ্রাণি যদি ইহরামকারীর নিকট থাকে এবং ইহরামকারীর জন্য শিকারের গোশত ভক্ষণ করা যদি তার জন্য শিকার করা না হয়
(১৫০৮) তাবিয়ি মুজাহিদ ইবন জাবর (২১-১০৪ হি.) বলেন, আলী রা. (৪০ হি.) তার কতিপয় সঙ্গীর সাথে পোষ মানানো বন্য শিকার দেখতে পান। তখন তারা ইহরাম অবস্থায় ছিলেন। তিনি তাদেরকে সেগুলো ছেড়ে দেওয়ার নির্দেশ দেন নি।
عن مجاهد أن عليا رضي الله عنه رأى مع بعض أصحابه داجنا من الصيد وهم محرمون فلم يأمرهم بإرساله

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:১৫০৯
পোষা বন্যপ্রাণি যদি ইহরামকারীর নিকট থাকে এবং ইহরামকারীর জন্য শিকারের গোশত ভক্ষণ করা যদি তার জন্য শিকার করা না হয়
(১৫০৯) তাবিয়ি হিশাম ইবন উরওয়া বলেন, যখন আব্দুল্লাহ ইবন যুবাইর রা. মক্কায় শাসক ছিলেন তখন রাসূলুল্লাহ (ﷺ) এর সাহাবিগণ খাঁচায় করে পাখি সাথে বহন করতেন।
عن هشام بن عروة قال: كان ابن الزبير بمكة وأصحاب النبي صلى الله عليه وسلم يحملون الطير في الأقفاص

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:১৫১০
পোষা বন্যপ্রাণি যদি ইহরামকারীর নিকট থাকে এবং ইহরামকারীর জন্য শিকারের গোশত ভক্ষণ করা যদি তার জন্য শিকার করা না হয়
(১৫১০) তাবিয়ি উরওয়া ইবনুয যুবাইর বলেন, (তার পিতা) যুবাইর ইবনুল আওয়াম রা. ইহরাম অবস্থায় শুকানো হরিণের গোশত পাথেয় হিসেবে সাথে নিতেন ।
عن عروة بن الزبير أن الزبير بن العوام كان يتزود صفيف الظباء وهو محرم (في الإحرام)

তাহকীক:
তাহকীক চলমান