ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৬. হজ্ব - উমরার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:১৫১১
হুদাইবিয়ার বছরে নবীজি (ﷺ) এর আটকে পা। এবং তখন তিনি যা করেছিলেন
(১৫১১) ইবন আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) (হুদাইবিয়ার বছরে উমরাহ পালন করতে গিয়ে) আব্দ্ধ হয়ে পড়েছিলেন। তখন তিনি তাঁর মাথা মুণ্ডন করেন, স্ত্রী-সহবাস করেন এবং তাঁর হাদঈ বা হজ্জের পশু জবাই করেন। পরের বছর তিনি উমরাহ পালন করেন।
عن ابن عباس رضي الله عنهما قد أحصر رسول الله صلى الله عليه وسلم فحلق رأسه وجامع نساءه ونحر هديه حتى اعتمر عاما قابلا
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান