ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৬. হজ্ব - উমরার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১৪৬২
যমযমের পানি পানের মর্যাদা এবং যে জন্য তা পান করা হবে সে জন্যই
(১৪৬২) ইবন আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যমযমের পানি যে জন্য পান করা হবে সে জন্যই তুমি যদি রোগমুক্তি প্রার্থনায় তা পান কর তবে আল্লাহ তোমাকে রোগমুক্তি দান করবেন। আর তুমি যদি (শত্রু থেকে) আশ্রয় প্রার্থনায় তা পান কর তাহলে আল্লাহ তোমাকে আশ্রয় দিবেন। আর তুমি যদি তোমার পিপাসা নিবৃত্তির জন্য তা পান কর তাহলে তা তোমার পিপাসা নিবৃত করবে। রাবী (মুজাহিদ ইবন জাবর) বলেন, ইবন আব্বাস যখন যমযমের পানি পান করতেন তখন বলতেন, 'হে আল্লাহ, আমি আপনার নিকট প্রার্থনা করি কল্যাণকারী জ্ঞান, প্রশস্ত রিযক, এবং সকল রোগব্যাধি থেকে সুস্থতা’
عن ابن عباس رضي الله عنهما قال: قال رسول الله صلى الله عليه وسلم: ماء زمزم لما شرب له فإن شربته تستشفي به شفاك الله وإن شربته مستعيذا عاذك الله وإن شربته ليقطع ظمأك قطعه قال: وكان ابن عباس إذا شرب ماء زمزم قال: اللهم أسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء

তাহকীক:
তাহকীক চলমান