ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৬. হজ্ব - উমরার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১৪৬১
বিদায়ি তাওয়াফ
(১৪৬১) ইবন আব্বাস রা. বলেন, মানুষদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে, তাদের সর্বশেষ সময় বাইতুল্লাহর সাথে থাকবে। তবে তিনি ঋতুমতী মহিলাদের জন্য বিধানটি হালকা করেছেন। (ঋতুমতী মহিলা ছাড়া বাকি সবাইকে মক্কা ত্যাগের পূর্বে বিদায়ি তাওয়াফ করতে হবে)।
عن ابن عباس رضي الله عنهما قال: أمر الناس أن يكون آخر عهدهم بالبيت إلا أنه خفف عن الحائض

তাহকীক:
তাহকীক চলমান