ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৬. হজ্ব - উমরার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ১৪৫৯
হজ্ব - উমরার অধ্যায়
মিনা ত্যাগের পরে বিদায়ি তাওয়াফের পূর্বে মুহাসসাব প্রান্তরে অবস্থান করা
(১৪৫৯) আনাস ইবন মালিক রা. নবী রাসূলুল্লাহ (ﷺ) সম্পর্কে বর্ণনা করেছেন, তিনি যুহর, আসর, মাগরিব ও ইশার সালাত আদায় করে মুহাসসাব প্রান্তরে কিছু সময় ঘুমালেন। এরপর তিনি তাঁর বাহনে আরোহণ করে বাইতুল্লাহয় আগমন করেন এবং (বিদায়ি) তাওয়াফ করেন।
كتاب الحج
عن أنس بن مالك رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم أنه صلى الظهر والعصر والمغرب والعشاء ورقد رقدة بالمحصب ثم ركب إلى البيت فطاف به
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১৪৬০
হজ্ব - উমরার অধ্যায়
মিনা ত্যাগের পরে বিদায়ি তাওয়াফের পূর্বে মুহাসসাব প্রান্তরে অবস্থান করা
(১৪৬০) তাবিয়ি নাফি’ বলেন, ইবন উমার রা. (মিনা ত্যাগ করে বিদায়ি তাওয়াফের জন্য মক্কায় প্রবেশের পূর্বে মক্কার প্রবেশ মুখে) মুহাসসাব প্রান্তরে অবস্থান করাকে সুন্নত মনে করতেন।
كتاب الحج
عن نافع أن ابن عمر رضي الله عنهما كان يرى التحصيب سنة
tahqiq

তাহকীক: