ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৬. হজ্ব - উমরার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৫ টি
হাদীস নং: ১৪৫৪
হজ্ব - উমরার অধ্যায়
তাওয়াফে ইফাদা আদায়, এরপর মিনায় ফিরে তথায় তাশরীকের দিনগুলোতে অবস্থান, দ্বিপ্রহরের পরে কঙ্কর নিক্ষেপ এবং রাখালদের জন্য রাত্রিতে নিক্ষেপের অনুমতি
(১৪৫৪) ইবন উমার রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) কুরবানীর দিনে (জিলহাজ্জ মাসের ১০ তারিখে) তাওয়াফে ইফাদা আদায় করেন। অতঃপর তিনি ফিরে এসে মিনায় যুহরের সালাত আদায় করেন।
كتاب الحج
عن ابن عمر رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم أفاض يوم النحر ثم رجع فصلى الظهر يمني
তাহকীক:
হাদীস নং: ১৪৫৫
হজ্ব - উমরার অধ্যায়
তাওয়াফে ইফাদা আদায়, এরপর মিনায় ফিরে তথায় তাশরীকের দিনগুলোতে অবস্থান, দ্বিপ্রহরের পরে কঙ্কর নিক্ষেপ এবং রাখালদের জন্য রাত্রিতে নিক্ষেপের অনুমতি
(১৪৫৫) আয়িশা রা. বলেন, (তাওয়াফে ইফাদা পালনের) পরে রাসূলুল্লাহ (ﷺ) মিনায় ফিরে আসেন। তিনি সেখানে তাশরীকের দিনগুলোতে রাত্রিযাপন করেন । তিনি সূর্য মধ্যগগন থেকে ঢলে পড়লে জামরায় কঙ্কর নিক্ষেপ করতেন। প্রত্যেক জামরায় তিনি সাতটি কঙ্কর নিক্ষেপ করতেন। প্রতিটি কঙ্করের সাথে 'আল্লাহু আকবার' বলতেন। প্রথম ও দ্বিতীয় জামরার নিকট (কঙ্কর নিক্ষেপের পরে) অবস্থান করতেন এবং দীর্ঘসময় ধরে দাঁড়িয়ে কান্নাকাটি-কাকুতি মিনতি করে দুআ করতেন। এবং (তারপর) তৃতীয় জামরায় কঙ্কর নিক্ষেপ করতেন এবং তার নিকট দাঁড়াতেন না।
كتاب الحج
عن عائشة رضي الله عنها... ثم رجع إلى منى فمكث بها ليالي أيام التشريق يرمي الجمرة إذا زالت الشمس كل جمرة بسبع حصيات يكبر مع كل حصاة ويقف عند الأولى والثانية فيطيل القيام ويتضرع ويرمي الثالثة ولا يقف عندها
তাহকীক:
হাদীস নং: ১৪৫৬
হজ্ব - উমরার অধ্যায়
তাওয়াফে ইফাদা আদায়, এরপর মিনায় ফিরে তথায় তাশরীকের দিনগুলোতে অবস্থান, দ্বিপ্রহরের পরে কঙ্কর নিক্ষেপ এবং রাখালদের জন্য রাত্রিতে নিক্ষেপের অনুমতি
(১৪৫৬) ইবন উমার রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) উটের রাখালদের রাত্রিতে কঙ্কর নিক্ষেপের অনুমতি প্রদান করেন।
كتاب الحج
عن ابن عمر رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم رخص لرعاة الإبل أن يرموا بالليل
তাহকীক:
হাদীস নং: ১৪৫৭
হজ্ব - উমরার অধ্যায়
তাওয়াফে ইফাদা আদায়, এরপর মিনায় ফিরে তথায় তাশরীকের দিনগুলোতে অবস্থান, দ্বিপ্রহরের পরে কঙ্কর নিক্ষেপ এবং রাখালদের জন্য রাত্রিতে নিক্ষেপের অনুমতি
(১৪৫৭) ইবন উমার রা. বলেন, উমার রা. নিষেধ করতেন যে, কেউ আকাবার (মিনা ও মক্কার মাঝের গিরিপথ) পেছনে রাত্রিযাপন করবে । তিনি তাদের নির্দেশ দিতেন মিনায় প্রবেশ করতে।
كتاب الحج
عن ابن عمر رضي الله عنهما قال: كان عمر رضي الله عنهما ينهى أن يبيت أحد من وراء العقبة وكان يأمرهم أن يدخلوا منى
তাহকীক:
হাদীস নং: ১৪৫৮
হজ্ব - উমরার অধ্যায়
তাওয়াফে ইফাদা আদায়, এরপর মিনায় ফিরে তথায় তাশরীকের দিনগুলোতে অবস্থান, দ্বিপ্রহরের পরে কঙ্কর নিক্ষেপ এবং রাখালদের জন্য রাত্রিতে নিক্ষেপের অনুমতি
(১৪৫৮) উমার র. বলেন, যে ব্যক্তি হজ্জ শেষে মিনা ত্যাগের দিন রাতেই তার পরিবার পরিজন আগে পাঠিয়ে দেবে তার হজ্জ হবে না।** হাদীটির দ্বিতীয় বর্ণনায় তিনি বলেন, যার পরিবার-পরিজন মিনা ত্যাগের দিনে আগে আগে রাতেই মিনা ত্যাগ করবে তার হজ্জ হবে না।
كتاب الحج
عن عمر رضي الله عنه قال: من قدم ثقله ليلة النفر فلا حج له... من تقدم ثقله من منى ليلة نفر فلا حج له
তাহকীক: