ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৬. হজ্ব - উমরার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:১৪৬৩
মুলতাযাম (বাইতুল্লাহর দরজা ও হাজারে আসত্তাদের মধ্যবর্তী স্থান)
(১৪৬৩) ইবন আব্বাস রা. বলেন, বাইতুল্লাহর দক্ষিণ-পূর্ব কোণ (যে কোণে হাজারে আসওয়াদ লাগানো) এবং বাইতুল্লাহর দরজা এতদুভয়ের মধ্যে আলিঙ্গনের স্থান বা মুলতাযাম।
ابن عباس رضي الله عنهما قال: الملتزم ما بين الركن والباب
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:১৪৬৪
মুলতাযাম (বাইতুল্লাহর দরজা ও হাজারে আসত্তাদের মধ্যবর্তী স্থান)
(১৪৬৪) তাবিয়ি আমর ইবন শুআইব (১১৮ হি.) বলেন, আমার দাদা (তাবিয়ি) মুহাম্মাদ ইবন আব্দুল্লাহ ইবন আমর তার পিতা সাহাবি আব্দুল্লাহ ইবন আমর ইবনুল আস রা.র সাথে তাওয়াফ করেন। যখন সপ্তম চক্কর চলছিল তখন মুহাম্মাদ তার পিতা আব্দুল্লাহকে বলেন, আশ্রয় চাবেন না (দুআ করবেন না)? তিনি বলেন, আমরা আল্লাহর কাছে জাহান্নামের আগুন থেকে আশ্রয় চাচ্ছি। অতঃপর তিনি এগিয়ে চললেন। অবশেষে তিনি হাজারে আসওয়াদ স্পর্শ করলেন এবং হাজারে আসওয়াদের কোণ্ ও বাইতুল্লাহর দরজা উভয়ের মধ্যবর্তী স্থানে দাঁড়ালেন। অতঃপর তিনি তার বুক, মুখ, দুইবাহু ও দুই হস্ততালু এভাবে (প্রসারিত) করলেন এবং (আলিঙ্গনের ভঙ্গিতে) পুরোপুরি বিছিয়ে দিলেন। অতঃপর তিনি বললেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে এরূপ করতে দেখেছি।
عن عمرو بن شعيب قال: طاف جدي محمد بن عبد الله بن عمرو مع أبيه عبد الله بن عمرو رضي الله عنه فلما كان سابعها قال محمد لعبد الله: ألا تتعوذ؟ قال نعوذ بالله من النار ثم مضى حتى استلم الحجر وقام بين الركن والباب فوضع صدره ووجهه وذراعيه وكفيه هكذا وبسطهما بسطا ثم قال هكذا رأيت رسول الله صلى الله عليه وسلم يفعله
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান