ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৬. হজ্ব - উমরার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:১৪০৬
মক্কায় আগমনের সময় তাওয়াফ এবং কীভাবে তাওয়াফ করতে
(১৪০৬) আয়িশা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) মক্কায় আগমন করে সর্বপ্রথম যে কাজ দিয়ে শুরু করলেন তা হল তিনি ওযু করলেন এবং তারপর তাওয়াফ করলেন।
عن عائشة رضي الله عنها أن أول شيء بدأ به حين قدم النبي صلى الله عليه وسلم (مكة) أنه توضأ ثم طاف (بالبيت)
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:১৪০৭
মক্কায় আগমনের সময় তাওয়াফ এবং কীভাবে তাওয়াফ করতে
(১৪০৭) জাবির ইবন আব্দুল্লাহ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) যখন মক্কায় আগমন করলেন তখন তিনি হাজারে আসওয়াদের নিকট এসে তাকে স্পর্শ করলেন (হাত দিয়ে বা মুখ দিয়ে)। অতঃপর তিনি তাঁর ডানদিকে হ্যাঁটলেন । তিনি তিন চক্কর দৌড়ালেন এবং চার চক্কর হ্যাঁটলেন।
عن جابر بن عبد الله رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم لما قدم مكة أتى الحجر فاستلمه ثم مشى على يمينه فرمل ثلاثا ومشى أربعا
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:১৪০৮
মক্কায় আগমনের সময় তাওয়াফ এবং কীভাবে তাওয়াফ করতে
(১৪০৮) ইবন উমার রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) হাজারে আসওয়াদ থেকে শুরু করে হাজারে আসওয়াদ পর্যন্ত তিনবার দৌড়ালেন এবং চারবার হ্যাঁটলেন ।
عن ابن عمر رضي الله عنهما قال: رمل رسول الله صلى الله عليه وسلم من الحجر إلى الحجر ثلاثا ومشى أربعا
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:১৪০৯
মক্কায় আগমনের সময় তাওয়াফ এবং কীভাবে তাওয়াফ করতে
(১৪০৯) ইয়া'লা ইবন উমাইয়া রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) গায়ে চাদর পরিহিত অবস্থায়, চাদরটি ডান বগলের নীচে দিয়ে পরে এর দুইপ্রান্ত বাম কাঁধের উপর রেখে তাওয়াফ করেন।
عن يعلى بن أمية رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم طاف بالبيت مضطبعا وعليه برد
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান