ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৬. হজ্ব - উমরার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৬ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১৪১০
হাজার আসওয়াদ স্পর্শ করা, চুমু দেওয়া এবং তার পদ্ধতি
(১৪১০) ইবন উমার রা.কে প্রশ্ন করা হয় হাজারে আসওয়াদ স্পর্শ করার বিষয়ে । তখন তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে দেখেছি যে, তিনি তা স্পর্শ করছেন এবং চুমু খাচ্ছেন।
عن ابن عمر رضي الله عنهما أنه سئل عن استلام الحجر فقال رأيت رسول الله صلى الله عليه وسلم يستلمه ويقبله

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:১৪১১
হাজার আসওয়াদ স্পর্শ করা, চুমু দেওয়া এবং তার পদ্ধতি
(১৪১১) ইবন উমার রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) হাজারে আসওয়াদ সামনে নিয়ে স্পর্শ করেন। অতঃপর তিনি তাঁর দুইঠোঁট তার উপরে রেখে দীর্ঘক্ষণ ক্রন্দন করেন। হঠাৎ তিনি দৃষ্টি ঘুরিয়ে দেখেন যে, উমার রা. ক্রন্দন করছেন । তখন তিনি বলেন, উমার, এখানেই ঢালতে হয় চোখের পানি।
عن ابن عمر رضي الله عنهما قال: إستقبل رسول الله صلى الله عليه وسلم الحجر واستلمه ثم وضع شفتيه عليه يبكي طويلا فالتفت فإذا عمر رضي الله عنه يبكي فقال: يا عمر هاهنا تُسكب العبرات

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:১৪১২
হাজার আসওয়াদ স্পর্শ করা, চুমু দেওয়া এবং তার পদ্ধতি
(১৪১২) উমার রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেন, হে উমার, তুমি একজন শক্তিশালী মানুষ। তুমি যখন হাজারে আসওয়াদ স্পর্শ করার ইচ্ছা করবে তখন দুর্বলকে কষ্ট দেবে না। যদি তা তোমার জন্য খালি থাকে তাহলে তাকে স্পর্শ করবে। অন্যথায় তুমি তার দিকে মুখ করবে এবং 'আল্লাহু আকবার’ বলবে।
عن عمر بن الخطاب رضي الله عنه مرفوعا: يا عمر إنك رجل قوي لا تؤذ الضعيف إذ أردت استلام الحجر فإن خلا لك فاستلمه وإلا فاستقبله وكبر

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:১৪১৩
হাজার আসওয়াদ স্পর্শ করা, চুমু দেওয়া এবং তার পদ্ধতি
(১৪১৩) ইবন আব্বাস রা. বলেন, যখন তুমি হাজারে আসওয়াদের সোজাসুজি অবস্থানে পৌঁছাবে তখন 'আল্লাহু আকবার' বলবে এবং দুআ করবে এবং নবী মুহাম্মাদ (ﷺ) এর উপর সালাত পাঠ করবে।
عن ابن عباس رضي الله عنه قال: إذا حاذيت به فكبر وادع وصل على محمد النبي عليه السّلام

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:১৪১৪
হাজার আসওয়াদ স্পর্শ করা, চুমু দেওয়া এবং তার পদ্ধতি
(১৪১৪) ইবন আব্বাস রা. বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে রুকনে ইয়ামানি দুইটি বা বাইতুল্লাহর দক্ষিণ দিকের দুইটি রুকন (দক্ষিণ-পশ্চিম ও দক্ষিণ-পূর্ব কোণ) ছাড়া অন্য কোনো কিছু স্পর্শ করতে দেখি নি।
عن ابن عباس رضي الله عنه قال: لم أر رسول الله صلى الله عليه وسلم يستلم غير الركنين اليمانيين

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:১৪১৫
হাজার আসওয়াদ স্পর্শ করা, চুমু দেওয়া এবং তার পদ্ধতি
(১৪১৫) ইবন উমার রা. থেকে বর্ণিত, তিনি যখন হাজারে আসওয়াদ স্পর্শ করতেন তখন বলতেন, 'বিসমিল্লাহ, আল্লাহু আকবার: আল্লাহর নামে, আল্লাহ সর্বশ্রেষ্ঠ' ।
عن ابن عمر رضي الله عنه أنه إذا استلم الحجر قال: بسم الله الله أكبر

তাহকীক:
তাহকীক চলমান
