ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৬. হজ্ব - উমরার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:১৪০৫
হজ্জের মধ্যে হস্তদ্বয় উঠানোর স্থানসমূহ
(১৪০৫) ইবন আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, সাতটি স্থান ব্যতীত হাতসমূহ উঠানো হবে না। (১) যখন সালাত শুরু করবে, (২) যখন মসজিদে হারামে প্রবেশ করে বাইতুল্লাহ দেখতে পাবে, (৩) যখন সাফা পাহাড়ের উপরে উঠে দাঁড়াবে, (৪) যখন মারওয়া পাহাড়ের উপরে উঠে দাঁড়াবে, (৫) যখন মানুষদের সাথে আরাফার দিনের বিকালে আরাফার মাঠে উকুফ (অবস্থান) করবে, (৬) মুযদালিফায় এবং (৭) (প্রথম ও দ্বিতীয়) দুই জামরায় পাথর নিক্ষেপের পরে দাঁড়ানোর সময়।
عن ابن عباس رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: لا ترفع الأيدي إلا في سبع مواطن حين يفتتح الصلاة وحين يدخل المسجد الحرام فينظر إلى البيت وحين يقوم على الصفا وحين يقوم على المروة وحين يقف مع الناس عشية عرفة وبجمع والمقامين حين يرمي الجمرة
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান