ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৬. হজ্ব - উমরার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১৪০৪
ইহরামরত ব্যক্তির জন্য শিকার-জন্তুর গোশত ভক্ষণ বৈধ, যদি শিকারের বিষয়ে কোনোরূপ সহায়তা, ইঙ্গিত বা নির্দেশ না করে
(১৪০৪) আবু কাতাদা রা. বলেন, (বিদায় হজ্জের সময় তিনি ইহরাম বিহীন অবস্থায় রাসূলুল্লাহ (ﷺ) এর কাফেলার সাথে ছিলেন। পথিমধ্যে একস্থানে তিনি একটি বন্যগাধা শিকার করেন। তার সঙ্গী ইহরামরত সাহাবিগণ উক্ত বন্য গাধার গোশত ভক্ষণ করেন ও অবশিষ্ট গোশত সাথে করে নিয়ে আসেন। পরে এ বিষয়ে রাসূলুল্লাহ (ﷺ) কে তারা অবগত করান । তখন) রাসূলুল্লাহ (ﷺ) বলেন, তোমাদের কেউ কি তাকে শিকার করতে নির্দেশ দিয়েছিল বা কোনোভাবে কোনো কিছু দিয়ে তাকে ইঙ্গিত করেছিল? তারা বলেন, না। তিনি বলেন, তাহলে তোমরা অবশিষ্ট গোশতও ভক্ষণ করো ।
عن أبي قتادة رضي الله عنه في قصة صيده الحمار الوحشي وهو غير محرم قال رسول الله صلى الله عليه وسلم هل منكم أحد أمره أو أشار إليه بشيء؟ قال قالوا لا قال فكلوا ما بقي من لحمها

তাহকীক:
তাহকীক চলমান