ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৬. হজ্ব - উমরার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:১৪০৩
ইহরামরত ব্যক্তির জন্য গোসল করা
(১৪০৩) তাবিয়ি আব্দুল্লাহ ইবন হুনাইন থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আবু আইউব আনসারি রা.কে বললাম, ইবন আব্বাস রা. আমাকে আপনার নিকট প্রেরণ করেছেন আপনার কাছে জানতে যে, রাসূলুল্লাহ (ﷺ) ইহরাম অবস্থায় কীভাবে নিজের মাথা ধুতেন (সে সময়ে আবু আইউব একটি কাপড় দিয়ে আড়াল করে গোসল করছিলেন)। তিনি তখন কাপড়টির উপর হাত রেখে কাপড়টি নীচে করলেন, ফলে তার মাথা আমার জন্য বেরিয়ে পড়ল । অতঃপর যে লোকটি তাকে পানি ঢেলে দিচ্ছিল তাকে তিনি বললেন, পানি ঢালো তখন লোকটি তার মাথার উপর পানি ঢালল। এরপর তিনি তার দুইহাত দিয়ে তার মাথা নাড়ালেন এবং হাত দুইটি মাথার সামনে থেকে পেছনে ও পেছন থেকে সামনে নিলেন (চুলের উপর হাত বুলালেন) । অতঃপর বললেন, রাসূলুল্লাহ (ﷺ) কে এভাবে করতে আমি দেখেছি।
عن عبد الله بن حنين أنه قال لأبي أيوب أرسلني إليك عبد الله بن العباس رضي الله عنهم أسألك كيف كان رسول الله صلى الله عليه وسلم يغسل رأسه وهو محرم؟ فوضع أبو أيوب يده على الثوب فطأطأه حتى بدا لي رأسه ثم قال لإنسان يصب عليه اصبب فصب على رأسه ثم حرك رأسه بيديه فأقبل بهما وأدبر وقال هكذا رأيته صلى الله عليه وسلم يفعل
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান