ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৬. হজ্ব - উমরার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১৪০২
ইহরামকারীর জন্য সুগন্ধি লতাগুল্ম শোঁকা, গোসলখানায় প্রবেশ করা, দাঁত তোলা ও ক্ষত পরিষ্কার করার বিধান
(১৪০২) ইবন আব্বাস রা. বলেন, ইহরামরত ব্যক্তি সুগন্ধি গুল্ম (sweet basil, Ocimum basilicum) শুঁকবে, গোসলখানায় প্রবেশ করবে, তার দাঁত তুলবে, ক্ষত গালবে ও পরিষ্কার করবে এবং যদি তার নখ ভেঙ্গে যায় তাহলে কষ্টদায়ক অংশ ফেলে দেবে।
عن ابن عباس رضي الله عنهما قال: المحرم يشم الريحان ويدخل الحمام وينزع ضرسه ويفقأ القرحة وإذا انكسر ظفرة أماط عنه الأذى

তাহকীক:
তাহকীক চলমান