ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৬. হজ্ব - উমরার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৯ টি
হাদীস নং: ১৩৯২
হজ্ব - উমরার অধ্যায়
মুহরিম ব্যক্তি কী পরিধান করবেন এবং কী পরিধান করবেন
(১৩৯২) আব্দুল্লাহ ইবন উমার রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) কে প্রশ্ন করা হল, ইহরামকারী বা ইহরামরত ব্যক্তি কী কী পোশাক পরিধান করবে? তিনি তখন বলেন, সে জামা, পাগড়ি, পাজামা ও টুপি পরিধান করবে না। আর যে পোশাককে যা'ফরান বা ‘ওয়ারস'** স্পর্শ করেছে সে পোশাকও পরিধান করবে না । যদি সে স্যান্ডেল বা চপ্পল না পায় তাহলে চামড়ার মোজা পরিধান করবে এবং তাকে এমনভাবে কেটে নেবে যেন তা পায়ের গুল্ফ (ankle) বা গোড়ালির উপরের গিরার নীচে থাকে।
كتاب الحج
عن عبد الله بن عمر رضي الله عنهما سئل رسول الله صلى الله عليه وسلم ما يلبس المحرم من الثياب؟ فقال لا يلبس القميص ولا العمائم ولا السراويلات ولا البرنس ولا ثوبا مسه زعفران ولا ورس وإن لم يجد نعلين فليلبس الخفين وليقطعهما حتى يكونا أسفل من الكعبين... ولا تنتقب المرأة المحرمة ولا تلبس القفازين
তাহকীক:
হাদীস নং: ১৩৯৩
হজ্ব - উমরার অধ্যায়
মুহরিম ব্যক্তি কী পরিধান করবেন এবং কী পরিধান করবেন
(১৩৯৩) ইবন উমার রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে পোশাককে যা’ফরান বা ‘ওয়ারস' স্পর্শ করেছে (ইহরাম অবস্থায়) তোমরা সে পোশাক পরিধান করবে না, তবে যদি তা ধোয়া হয় তাহলে ভিন্ন কথা।
كتاب الحج
عن ابن عمر رضي الله عنهما مرفوعا: ولا تلبسوا ثوباً مسه ورس أو زعفران إلا أن يكون غسيلا
তাহকীক:
হাদীস নং: ১৩৯৪
হজ্ব - উমরার অধ্যায়
মুহরিম ব্যক্তি কী পরিধান করবেন এবং কী পরিধান করবেন
(১৩৯৪) ইবন উমার রা. বলেন, চিবুক বা থুতনি থেকে উপরে সবই মাথার অন্তর্ভুক্ত, অতএব ইহরামরত ব্যক্তি তা আবৃত করবে না।
كتاب الحج
عن ابن عمر رضي الله عنهما كان يقول: ما فوق الذقن من الرأس فلا يخمره المحرم
তাহকীক:
হাদীস নং: ১৩৯৫
হজ্ব - উমরার অধ্যায়
মুহরিম ব্যক্তি কী পরিধান করবেন এবং কী পরিধান করবেন
(১৩৯৫) আয়িশা রা. বলেন, আমরা মহিলারা রাসূলুল্লাহ (ﷺ) এর সাথে ইহরামরত অবস্থায় চলছিলাম। উটের পিঠে মুসাফিরদের কাফেলা আমাদের পাশ দিয়ে যাচ্ছিল। যখন তারা আমাদের একেবারে পাশে চলে আসছিল তখন আমরা মহিলারা আমাদের মাথার চাদর টেনে মুখের উপর নামিয়ে দিচ্ছিলাম। যখন তারা আমাদেরকে অতিক্রম করে চলে যাচ্ছিল তখন আমরা চাদরগুলো সরিয়ে মুখ খুলে দিচ্ছিলাম।
كتاب الحج
عن عائشة رضي الله عنها قالت: كان الركبان يمرون بنا ونحن مع رسول الله صلى الله عليه وسلم محرمات فإذا حاذوا بنا سدلت إحدانا جلبابها من رأسها على وجهها فإذا جاوزونا كشفناه
তাহকীক:
হাদীস নং: ১৩৯৬
হজ্ব - উমরার অধ্যায়
মুহরিম ব্যক্তি কী পরিধান করবেন এবং কী পরিধান করবেন
(১৩৯৬) ইবন উমার রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, মহিলার উপর শুধুমাত্র তার মুখমণ্ডল ছাড়া কোথাও ইহরাম নেই (ইহরামের জন্য শুধুমাত্র মুখমণ্ডল ছাড়া আর কিছু খুলে রাখতে হবে না)।
كتاب الحج
عن ابن عمر رضي الله عنهما مرفوعا: ليس على المرأة إحرام إلا في وجهها
তাহকীক:
হাদীস নং: ১৩৯৭
হজ্ব - উমরার অধ্যায়
মুহরিম ব্যক্তি কী পরিধান করবেন এবং কী পরিধান করবেন
(১৩৯৭) ইবন উমার রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেন, মহিলার ইহরাম তার মুখে এবং পুরুষের ইহরাম তার মাথায়।
كتاب الحج
عن ابن عمر رضي الله عنهما مرفوعا: إحرام المرأة في وجهها وإحرام الرجل في رأسه
তাহকীক:
হাদীস নং: ১৩৯৮
হজ্ব - উমরার অধ্যায়
মুহরিম ব্যক্তি কী পরিধান করবেন এবং কী পরিধান করবেন
(১৩৯৮) ইবন আব্বাস রা. থেকে বর্ণিত, একব্যক্তি ইহরাম অবস্থায় মৃত্যু বরণ করেন। তার বিষয়ে রাসূলুল্লাহ (ﷺ) বলেন, তোমরা তাকে কোনো সুগন্ধি লাগাবে না এবং তার মাথা আবৃত করবে না। কারণ সে কিয়ামতের দিন চুল জড়ানো (ইহরাম) অবস্থায় উত্থিত হবে। অন্য বর্ণনায়: তোমরা তার মুখ ও মাথা আবৃত কোরো না; কারণ সে কিয়ামতের দিন তালবিয়া পাঠ করতে করতে উত্থিত হবে।
كتاب الحج
عن ابن عباس رضي الله عنهما في المحرم الذي مات مرفوعا: ولا تمسوه بطيب ولا تخمروا رأسه فإنه يبعث يوم القيامة ملبدا... ولا تخمروا وجهه ولا رأسه فإنه يبعث يوم القيامة ملبيا
তাহকীক:
হাদীস নং: ১৩৯৯
হজ্ব - উমরার অধ্যায়
মুহরিম ব্যক্তি কী পরিধান করবেন এবং কী পরিধান করবেন
(১৩৯৯) উম্মুল হুসাইন রা. বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) এর সাথে বিদায় হজ্জ আদায় করি। তখন আমি দেখেছিলাম, উসামা রা. ও বিলাল রা. দুইজনের একজন নবী (ﷺ) এর উটের লাগাম ধরে আছেন এবং অপরজন তার কাপড়টি তুলে রাসূলুল্লাহ (ﷺ) কে রৌদ্রতাপ থেকে আড়াল করছেন । এভাবে তিনি জামরাতুল আকাবার কঙ্কর নিক্ষেপ শেষ করেন।
كتاب الحج
عن أم الحصين رضي الله عنها قالت: حججت مع النبي صلى الله عليه وسلم حجة الوداع فرأيت أسامة وبلالًا وأحدهما أخذ بخطام ناقة النبي صلى الله عليه وسلم والآخر رافع ثوبه يستره من الحر حتى رمى جمرة العقبة
তাহকীক:
হাদীস নং: ১৪০০
হজ্ব - উমরার অধ্যায়
মুহরিম ব্যক্তি কী পরিধান করবেন এবং কী পরিধান করবেন
(১৪০০) ইবন আব্বাস রা. বলেন, ইহরামরত ব্যক্তির জন্য কোমরবন্ধ ও আংটি ব্যবহারে কোনো অসুবিধা নেই।
كتاب الحج
عن ابن عباس رضي الله عنهما قال: لا بأس بالهميان و الخاتم للمحرم
তাহকীক: