ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৬. হজ্ব - উমরার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ১৩৮৯
হজ্ব - উমরার অধ্যায়
উচ্চস্বরে তালবিয়া পাঠ করা
(১৩৮৯) তাবিয়ি খাল্লাদ ইবন সায়িব আনসারি তার পিতা সাহাবি সায়িব ইবন খাল্লাদ রা. থেকে বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেন, জিবরাঈল আ. আমার নিকট এসে আমাকে নির্দেশ দেন যে, আমি আমার সাথিদেরকে এবং আমার সাথে যারা আছেন তাদেরকে নির্দেশ দেব, তারা যেন উচ্চস্বরে তালবিয়া বলে।
كتاب الحج
عن خلاد بن السائب الأنصاري عن أبيه أن رسول الله صلى الله عليه وسلم قال: أتاني جبريل عليه السلام فأمرني أن أمر أصحابي ومن معي أن يرفعوا أصواتهم بالإهلال
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১৩৯০
হজ্ব - উমরার অধ্যায়
উচ্চস্বরে তালবিয়া পাঠ করা
(১৩৯০) আবু বাকর সিদ্দীক রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) কে প্রশ্ন করা হয়, কোন কাজটি সর্বোত্তম? তিনি বলেন, (তালবিয়ার) উচ্চশব্দ এবং (কুরবানীর পশুর) রক্ত বইয়ে দেওয়া।
كتاب الحج
عن أبي بكر الصديق رضي الله عنه مرفوعا: سئل أي العمل أفضل؟ قال: العج والثج
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১৩৯১
হজ্ব - উমরার অধ্যায়
উচ্চস্বরে তালবিয়া পাঠ করা
(১৩৯১) ইবন উমার রা. থেকে বর্ণিত, তিনি তার নিজের মত হিসাবে মহিলা তালবিয়া বলতে তার কণ্ঠস্বর উচ্চ করবেন না।
كتاب الحج
عن ابن عمر رضي الله عنهما موقوفا: المرأة لا ترفع صوتها بالتلبية
tahqiq

তাহকীক: