ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৬. হজ্ব - উমরার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ১৩৬৩
হজ্ব - উমরার অধ্যায়
‘সাবীল’ অর্থাৎ ‘রাস্তা’ বা ‘মক্কায় পৌঁছানো সামর্থ্য' কী
(১৩৬৩) আনাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) কে প্রশ্ন করা হল, হে আল্লাহর রাসূল, (হজ্জ ফরয হওয়ার জন্য শর্ত মক্কা পর্যন্ত গমনের) ‘সাবীল’ বা পথ বলতে কী বোঝানো হয়েছে?১ তিনি উত্তরে বলেন, পাথেয় ও বাহন।
كتاب الحج
عن أنس بن مالك رضي الله عنه قال: قيل يا رسول الله ما السبيل؟ قال: الزاد والراحلة