ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৬. হজ্ব - উমরার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:১৩৬১
হজ্জ আদায় না করার ভয়ঙ্কর পরিণতি বর্ণনা করা
(১৩৬১) আবু উমামা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তিকে কোনো অসুস্থতা, অথবা কোনো স্পষ্ট প্রয়োজন, অথবা অত্যাচারী শাসক আটক করে নি, অথচ সে হজ্জ করে নি, সে ইচ্ছা হলে ইয়াহুদি হয়ে মরুক এবং ইচ্ছা হলে নাসারা হয়ে মরুক।
عن أبي أمامة رضي الله عنه مرفوعا: من لم يحبسه مرض أو حاجة ظاهرة أو مشقة ظاهرة أو سلطان جائر فلم يحج فليمت إن شاء يهوديا وإن شاء نصرانيا
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:১৩৬২
হজ্জ আদায় না করার ভয়ঙ্কর পরিণতি বর্ণনা করা
(১৩৬২) আলী রা. বলেন রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি বাইতুল্লাহ পর্যন্ত পৌছানোর মতো পাথেয় ও বাহনের মালিক হল অথচ হজ্জ করল না আল্লাহর উপর কোনো যিম্মাদারি নেই- সে ইয়াহুদি হয়ে মরবে অথবা নাসারা হয়ে মরবে।
عن علي رضي الله عنه مرفوعا: من ملك زادا وراحلة تبلغه إلى بيت الله ولم يحج فلا عليه أن يموت يهوديا أو نصرانيا
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান