ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৬. হজ্ব - উমরার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:১৩৫৯
হজ্জ বা উমরাহ পালনকারীর মর্যাদা
(১৩৫৯) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, এক উমরাহ থেকে অন্য উমরাহ উভয়ের মধ্যবর্তী যা (পাপ) আছে তার কাফফারা বা ক্ষতিপূরণ । এবং পুণ্যময়-কল্যাণময় বা মকবুল হজ্জের জন্য জান্নাত ছাড়া অন্য কোনো পুরস্কার নেই।
عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: العمرة إلى العمرة كفارة لما بينهما والحج المبرور ليس له جزاء (ثواب) إلا الجنة
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:১৩৬০
হজ্জ বা উমরাহ পালনকারীর মর্যাদা
(১৩৬০) আমর ইবনুল আস রা. (তার ইসলাম গ্রহণের দীর্ঘ হাদীসের মধ্যে) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আরো বলেন, হজ্জ তার আগে যা কিছু (পাপ) তা ধ্বংস করে দেয়।
عن عمرو بن العاص رضي الله عنه مرفوعا: أن الحج يهدم ما كان قبله
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান