ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৬. হজ্ব - উমরার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৩ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১৩৫৬
হজ্জ ফরয, অবিলম্বে হজ্জ আদায় করা এবং উমরাহ সুন্নত
(১৩৫৬) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাদের মাঝে বক্তৃতা প্রদান করে বলেন, হে মানুষেরা, আল্লাহ তোমাদের উপর হজ্জ ফরয করেছেন, অতএব তোমরা হজ্জ আদায় করো। তখন একব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল, প্রতি বছরেই কি? তখন তিনি চুপ করে থাকলেন । এভাবে লোকটি তিনবার এই কথা বলল। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, আমি যদি ‘হ্যাঁ' বলতাম তাহলে প্রতি বছর হজ্জ আদায় করা তোমাদের জন্য আবশ্যকীয় হয়ে যেত।
عن أبي هريرة رضي الله عنه قال: خطبنا رسول الله صلى الله عليه وسلم فقال أيها الناس قد فرض الله عليكم الحج فحجوا فقال رجل أكل عام يا رسول الله؟ فسكت حتى قالها ثلاثا فقال رسول الله صلى الله عليه وسلم: لو قلت نعم لوجبت

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:১৩৫৭
হজ্জ ফরয, অবিলম্বে হজ্জ আদায় করা এবং উমরাহ সুন্নত
(১৩৫৭) ইবন আব্বাস রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি হজ্জ পালনের ইচ্ছা করবে সে যেন অবিলম্বে তা আদায় করে। কারণ রোগী রোগে আক্রান্ত হতে পারে, বাহন হারিয়ে যেতে পারে এবং বিশেষ প্রয়োজন বা অসুবিধা দেখা দিতে পারে।
عن ابن عباس رضي الله عنهما مرفوعا: من أراد الحج فليتعجل فإنه قد يمرض المريض وتضل الضالة وتعرض الحاجة

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:১৩৫৮
হজ্জ ফরয, অবিলম্বে হজ্জ আদায় করা এবং উমরাহ সুন্নত
(১৩৫৮) জাবির ইবন আব্দুল্লাহ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) কে প্রশ্ন করা হয় উমরাহ সম্পর্কে, তা ওয়াজিব কিনা? তিনি বলেন, না। তবে তোমরা উমরাহ আদায় করবে, এটিই তোমাদের জন্য উত্তম।
عن جابر رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم سئل عن العمرة أواجبة هي؟ قال لا وأن تعتمروا هو أفضل

তাহকীক:
তাহকীক চলমান