ফিকহুস সুনান ওয়াল আসার

৬. হজ্ব - উমরার অধ্যায়

হাদীস নং: ১৩৬৩
‘সাবীল’ অর্থাৎ ‘রাস্তা’ বা ‘মক্কায় পৌঁছানো সামর্থ্য' কী
(১৩৬৩) আনাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) কে প্রশ্ন করা হল, হে আল্লাহর রাসূল, (হজ্জ ফরয হওয়ার জন্য শর্ত মক্কা পর্যন্ত গমনের) ‘সাবীল’ বা পথ বলতে কী বোঝানো হয়েছে?১ তিনি উত্তরে বলেন, পাথেয় ও বাহন।
عن أنس بن مالك رضي الله عنه قال: قيل يا رسول الله ما السبيل؟ قال: الزاد والراحلة

হাদীসের ব্যাখ্যা:

কুরআন কারীমে ইরশাদ করা হয়েছে: وَلِلَّهِ عَلَى النَّاسِ حِجُّ الْبَيْتِ مَنِ اسْتَطَاعَ إِلَيْهِ سَبِيلًا ‘আল্লাহর উদ্দেশ্যে বাইতুল্লাহর হজ্জ করা মানুষের দায়িত্ব, যে সে পর্যন্ত পথ বা রাস্তা (অর্জনে) সক্ষম হবে'। সূরা: [৩] আল ইমরান, আয়াত: ৯৭। এখানে 'রাস্তা' বা 'পথ' বলতে কী বোঝানো হয়েছে তা সাহাবিগণ জিজ্ঞাসা করেন।

এ সকল হাদীস থেকে জানা যায় যে, আর্থিক সঙ্গতিই হজ্জ ফরয হওয়ার শর্ত, দৈহিক সামর্থ্য বা পথের নিরাপত্তা হজ্জ ফরয হওয়ার শর্ত নয়। আর্থিক সঙ্গতি লাভের পরে অসুস্থতা, নিরাপত্তাহীনতা ইত্যাদি কারণে হজ্জে যেতে সক্ষম না হলেও হজ্জ ফরয থাকবে এবং প্রয়োজনে বদলি হজ্জ করাতে হবে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ১৩৬৩ | মুসলিম বাংলা