ফিকহুস সুনান ওয়াল আসার

৬. হজ্ব - উমরার অধ্যায়

হাদীস নং: ১৩৬৪
হজ্ব - উমরার অধ্যায়
বালিগ হওয়া ও স্বাধীন হওয়া শর্ত
(১৩৬৪) ইবন আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে কোনো শিশু বা কিশোর যদি হজ্জ করে, এরপর সে বালিগ হয়, তখন তাকে আরেকটি হজ্জ করতে হবে।... যে কোনো ক্রীতদাস যদি হজ্জ করে, এরপর তাকে আযাদ করা হয় তাহলে তাকে আরেকটি হজ্জ করতে হবে।
كتاب الحج
عن ابن عباس رضي الله عنهما مرفوعا: أيما صبي حج ثم بلغ الحنث فعليه أن يحج حجة أخرى... وأيما عبد حج ثم أعتق فعليه حجة أخرى
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ১৩৬৪ | মুসলিম বাংলা