ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৫. রোযার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১৩৫১
ই'তিকাফকারী রোগী দেখতে যাবেন না, জানাযায় উপস্থিত হবেন না এবং নিজ স্ত্রীকে স্পর্শ করবেন না
(১৩৫১) আয়িশা রা. বলেন, ই'তিকাফকারীর জন্য সুন্নত হল যে, সে কোনো অসুস্থ মানুষকে দেখতে যাবে না, কোনো জানাযায় উপস্থিত হবে না, স্ত্রীকে স্পর্শ করবে না, স্ত্রীকে আলিঙ্গন করবে না বা সহবাস করবে না, কোনো প্রয়োজনের জন্য বের হবে না, শুধুমাত্র যে প্রয়োজন না মিটিয়ে কোনো উপায় নেই সেই প্রয়োজনের জন্য বের হবে। আর সিয়াম ছাড়া কোনো ই'তিকাফ হয় না এবং জামে' মসজিদ ছাড়া ই'তিকাফ হয় না।
عن عائشة رضي الله عنها أنها قالت: السنة على المعتكف أن لا يعود مريضا ولا يشهد جنازة ولا يمس امرأة ولا يباشرها ولا يخرج لحاجة إلا لما لا بد منه ولا اعتكاف إلا بصوم ولا اعتكاف إلا في مسجد جامع

তাহকীক:
তাহকীক চলমান