ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৫. রোযার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১৩৫২
রামাদান মাসের শেষ সাতরাতে লাইলাতুল কদরের সন্ধান করা
(১৩৫২) ইবন উমার রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এর কয়েকজন সাহাবি স্বপ্নে লাইলাতুল কদরকে শেষ সাত রাতের মধ্যে দেখতে পান। তখন রাসূলুল্লাহ (ﷺ) বলেন, তোমাদের স্বপ্নগুলো শেষ সাত রাতের বিষয়ে সম্মিলিত হয়েছে। কাজেই যদি কেউ লাইলাতুল কদর সন্ধান করতে চায় তাহলে সে যেন তা শেষ সাত রাতের মধ্যে খোঁজ করে।
عن ابن عمر رضي الله عنهما أن رجالا من أصحاب النبي صلى الله عليه وسلم أروا ليلة القدر في المنام في السبع الأواخر فقال رسول الله صلى الله عليه وسلم أرى رؤياكم قد تواطأت في السبع الأواخر فمن كان متحريها فليتحرها في السبع الأواخر

তাহকীক:
তাহকীক চলমান