ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৫. রোযার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১৩৫০
মহল্লার মসজিদ বা জামে মসজিদ ছাড়া ই'তিকাফ হবে না
(১৩৫০) তাবিয়ি ইবরাহীম বলেন, হুযাইফা রা. ইবন মাসউদ রা.কে বলেন, আর আমি নিশ্চিতরূপে জানি যে, মহল্লার মসজিদ বা জামে মসজিদ ছাড়া (ব্যক্তিগত বা পারিবারিক সালাতের স্থানে) ই'তিকাফ হয় না।
عن إبراهيم أن حذيفة قال لابن مسعود رضي الله عنهما: أما أنا فقد علمت أنه لا اعتكاف إلا في مسجد جماعة

তাহকীক:
তাহকীক চলমান