ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৫. রোযার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:১৩৪৬
রামাদানের শেষ দশদিন ই'তিকাফ করা সুন্নত
(১৩৪৬) আয়িশা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) রামাদান মাসের শেষ দশদিন ই'তিকাফ করতেন। তিনি তাঁর ওফাত পর্যন্ত এভাবে ই'তিকাফ করেন । অতঃপর তাঁর স্ত্রীগণ তার পরে ই'তিকাফ করেন।
عن عائشة رضي الله عنها أن النبي صلى الله عليه وسلم كان يعتكف العشر الأواخر من رمضان حتى توفاه الله ثم اعتكف أزواجه من بعده
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:১৩৪৭
রামাদানের শেষ দশদিন ই'তিকাফ করা সুন্নত
(১৩৪৭) আয়িশা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) যখন ই'তিকাফের সিদ্ধান্ত নিতেন তখন সালাতুল ফজর আদায় করতেন এবং তারপর তার ই'তিকাফের স্থানে প্রবেশ করতেন।
عن عائشة رضي الله عنها قالت: كان رسول الله صلى الله عليه وسلم إذا أراد أن يعتكف صلى الفجر ثم دخل معتكفه
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা