ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৫. রোযার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১৩৪৫
ই'তিকাফের মর্যাদা
(১৩৪৫) ইবন আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি তার কোনো ভাইয়ের প্রয়োজন মেটাতে হ্যাঁটবে তা তার জন্য দশ বছর ই'তিকাফ করার চেয়েও কল্যাণকর হবে। আর যে ব্যক্তি একটি দিন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ই'তিকাফ করবে আল্লাহ তার ও জাহান্নামের আগুনের মধ্যে তিনটি পরিখার দূরত্ব সৃষ্টি করবেন, প্রত্যেক পরিখার প্রশস্ততা দুই দিগন্তের চেয়েও বেশী।
عن ابن عباس رضي الله عنه مرفوعا: من مشى في حاجة أخيه كان خيرا له من اعتكاف عشر سنين ومن اعتكف يوما ابتغاء وجه الله جعل الله بينه وبين النار ثلاث خنادق كل خندق أبعد ما بين الخافقين

তাহকীক:
তাহকীক চলমান