ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৫. রোযার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
হাদীস নং: ১৩৪৩
রোযার অধ্যায়
সারা বছর সিয়াম পালন
(১৩৪৩) আব্দুল্লাহ ইবন আমর ইবনুল আস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি সারাবছর সিয়াম পালন করল সে কোনো সিয়ামই পালন করল না (তার কোনো সিয়ামই হল না)।
كتاب الصيام
عن عبد الله بن عمرو رضي الله عنهما مرفوعا: لا صام من صام الأبد
তাহকীক:
হাদীস নং: ১৩৪৪
রোযার অধ্যায়
সারা বছর সিয়াম পালন
(১৩৪৪) আবু কাতাদা আনসারি রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) সর্বদা সিয়াম পালনকারীর বিষয়ে বলেন, এই ব্যক্তি সিয়ামও পালন করল না এবং ইফতারও করল না।
كتاب الصيام
عن أبي قتادة الأنصاري رضي الله عنه مرفوعا: (فيمن يصوم الدهر) لا صام ولا أفطر
তাহকীক: