ফিকহুস সুনান ওয়াল আসার
৫. রোযার অধ্যায়
হাদীস নং: ১৩৪৭
রামাদানের শেষ দশদিন ই'তিকাফ করা সুন্নত
(১৩৪৭) আয়িশা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) যখন ই'তিকাফের সিদ্ধান্ত নিতেন তখন সালাতুল ফজর আদায় করতেন এবং তারপর তার ই'তিকাফের স্থানে প্রবেশ করতেন।
عن عائشة رضي الله عنها قالت: كان رسول الله صلى الله عليه وسلم إذا أراد أن يعتكف صلى الفجر ثم دخل معتكفه
হাদীসের ব্যাখ্যা:
গ্রন্থকার বলেন, তিনি সূর্যাস্তের পূর্বেই মসজিদে প্রবেশ করতেন । তা না হলে দশদিন পূর্ণ হয় না। কারণ, (শরীআতের হিসাবে রাত আগে ও দিন পরে)। পূর্বের রাত পরের দিনের সাথে যুক্ত হয়। আল্লাহই ভালো জানেন।
