ফিকহুস সুনান ওয়াল আসার

৫. রোযার অধ্যায়

হাদীস নং: ১৩৪৬
রামাদানের শেষ দশদিন ই'তিকাফ করা সুন্নত
(১৩৪৬) আয়িশা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) রামাদান মাসের শেষ দশদিন ই'তিকাফ করতেন। তিনি তাঁর ওফাত পর্যন্ত এভাবে ই'তিকাফ করেন । অতঃপর তাঁর স্ত্রীগণ তার পরে ই'তিকাফ করেন।
عن عائشة رضي الله عنها أن النبي صلى الله عليه وسلم كان يعتكف العشر الأواخر من رمضان حتى توفاه الله ثم اعتكف أزواجه من بعده
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
ফিকহুস সুনান - হাদীস নং ১৩৪৬ | মুসলিম বাংলা