ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৫. রোযার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ১৩৩৫
রোযার অধ্যায়
আইয়ামে বীয বা চন্দ্রালোকিত শুভ্র রাতের দিনগুলোতে সিয়াম পালন
(১৩৩৫) আবু যার গিফারি রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে, আমরা প্রত্যেক মাসের তিনটি শুভ্র দিন সিয়াম পালন করব: চান্দ্র মাসের ১৩ তারিখ, ১৪ তারিখ ও ১৫ তারিখ।
كتاب الصيام
عن أبي ذر رضي الله عنه قال: أمرنا رسول الله صلى الله عليه وسلم أن تصوم من الشهر ثلاثة أيام البيض ثلاث عشرة وأربع عشرة وخمس عشرة
তাহকীক: