ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৫. রোযার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১৩৩৬
আল্লাহর কাছে প্রিয়তম সিয়াম
(১৩৩৬) আব্দুল্লাহ ইবন আমর ইবনুল আস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আল্লাহর নিকট প্রিয়তম (নফল) সিয়াম দাউদ আ.র সিয়াম এবং আল্লাহর নিকট প্রিয়তম (নফল) সালাত দাউদের সালাত। তিনি অর্ধরাত ঘুমাতেন এবং রাতের একতৃতীয়াংশ দাঁড়িয়ে (তাহাজ্জুদের) সালাতে রত থাকতেন এবং রাতের একষষ্ঠাংশ ঘুমাতেন । আর তিনি একদিন সিয়াম পালন করতেন এবং একদিন সিয়াম পালন থেকে বিরত থাকতেন।
عن عبد الله بن عمرو رضي الله عنهما مرفوعا: إن أحب الصيام إلى الله صيام داود وأحب الصلاة إلى الله صلاة داود عليه السلام كان ينام نصف الليل ويقوم ثلثه وينام سدسه وكان يصوم يوما ويفطر يوما

তাহকীক:
তাহকীক চলমান