ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৫. রোযার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:১৩৩৪
শা'বান মাসের সিয়াম
(১৩৩৪) আয়িশা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) (মাঝেমাঝে একটানা ) নফল সিয়াম পালন করতেন, এমনকি আমরা বলতাম, তিনি সিয়াম থামাবেন না । আবার (মাঝেমাঝে একটানা) নফল সিয়াম পালন থেকে বিরত থাকতেন, এমনকি আমরা বলতাম, তিনি সিয়াম পালন করবেন না। এবং আমি কখনো দেখি নি যে, রাসূলুল্লাহ (ﷺ) রামাদান মাস ছাড়া অন্য কোনো মাসে পুরো মাস সিয়াম পালন করেছেন। আর আমি তাঁকে শা'বান মাসের চেয়ে বেশী সিয়াম পালন করতে অন্য কোনো মাসে দেখি নি।
عن عائشة رضي الله عنها قالت: كان رسول الله صلى الله عليه وسلم يصوم حتى نقول لا يفطر ويفطر حتى نقول لا يصوم وما رأيت رسول الله صلى الله عليه وسلم استكمل صيام شهر قط إلا رمضان وما رأيته في شهر أكثر منه صياما في شعبان
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান