ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৫. রোযার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:১৩৩৩
শাওয়াল মাসে, বুধবারে, বৃহস্পতিবারে ও শুক্রবারে সিয়াম পালন
(১৩৩৩) তাবিয়ি ইকরিমা ইবন খালিদ বলেন, আমাকে একজন কুরাইশ নেতৃস্থানীয় ব্যক্তি বলেছেন, তাকে তার পিতা বলেছেন, তিনি রাসূলুল্লাহ (ﷺ) এর মুখ থেকে শুনেছেন, যে ব্যক্তি রামাদান মাস, শাওয়াল মাস, বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার সিয়াম পালন করবে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে।
عن عكرمة بن خالد قال: حدثني عريف من عرفاء قريش حدثني أبي أنه سمع من في رسول الله صلى الله عليه وسلم من صام رمضان وشوالا والأربعاء والخميس والجمعة دخل الجنة
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান