ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৫. রোযার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১৩২৭
একজন আরেকজনের পক্ষ থেকে সালাত আদায় করবে না এবং কেউ কারো পক্ষ থেকে সিয়াম পালন করবে না, বরং খাওয়াবে
(১৩২৭) ইবন আব্বাস রা. বলেন, একজন আরেকজনের পক্ষ থেকে সালাত আদায় করবে না। এবং একজন আরেকজনের পক্ষ থেকে সিয়াম পালন করবে না । কিন্তু প্রতিদিনের (সিয়ামের) পরিবর্তে তার পক্ষ থেকে এক মুদ্দ করে গম খাদ্য হিসাবে প্রদান করা হবে।
عن ابن عباس رضي الله عنهما قال: لا يصلي أحد عن أحد ولا يصوم أحد عن أحد ولكن يطعم عنه مكان كل يوم من حنطة.

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:১৩২৮
একজন আরেকজনের পক্ষ থেকে সালাত আদায় করবে না এবং কেউ কারো পক্ষ থেকে সিয়াম পালন করবে না, বরং খাওয়াবে
(১৩২৮) ইবন উমার রা. বলেন, রামাদানের সিয়াম কাযা করে যে ব্যক্তি মৃত্যুবরণ করবে তার ব্যাপারে রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তার পক্ষ থেকে প্রতিদিনের পরিবর্তে অর্ধ সা’ (দুই মুদ্দ) গম খাদ্য হিসাবে প্রদান করতে হবে ।
عن ابن عمر رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم في الذي يموت وعليه رمضان ولم يقضه قال: يطعم عنه لكل يوم نصف صاع من بر

তাহকীক:
তাহকীক চলমান
