ফিকহুস সুনান ওয়াল আসার
৫. রোযার অধ্যায়
হাদীস নং: ১৩২৮
একজন আরেকজনের পক্ষ থেকে সালাত আদায় করবে না এবং কেউ কারো পক্ষ থেকে সিয়াম পালন করবে না, বরং খাওয়াবে
(১৩২৮) ইবন উমার রা. বলেন, রামাদানের সিয়াম কাযা করে যে ব্যক্তি মৃত্যুবরণ করবে তার ব্যাপারে রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তার পক্ষ থেকে প্রতিদিনের পরিবর্তে অর্ধ সা’ (দুই মুদ্দ) গম খাদ্য হিসাবে প্রদান করতে হবে ।
عن ابن عمر رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم في الذي يموت وعليه رمضان ولم يقضه قال: يطعم عنه لكل يوم نصف صاع من بر
হাদীসের ব্যাখ্যা:
বাইহাকি উল্লেখ করেছেন যে, এই বর্ণনায় দুইটি ভুল রয়েছে। প্রথমত, হাদীসটিকে হাদীসটিকে রাসূলুল্লাহ (ﷺ) এর কথা বলে উল্লেখ করা ও দ্বিতীয়ত, ফিদইয়া হিসাবে অর্ধ সা' খাদ্যের কথা বলা। তিনি বলেন, হাদীসটি রাসূলুল্লাহ (ﷺ) এর বাণী নয়। হাদীসটির অন্যান্য সনদের তুলনামূলক নিরীক্ষার মাধ্যমে জানা যায় যে, হাদীসটি ইবন উমারের কথা। একজন রাবী ভুল করে তা রাসূলুল্লাহ (ﷺ) এর কথা হিসাবে বর্ণনা করেন। এছাড়া অন্যান্য বর্ণনাকারীদের বর্ণনা থেকে জানা যায় যে, ইবন উমার বলেছেন, প্রত্যেক দিনের সিয়ামের পরিবর্তে এক মুদ্দ খাদ্য প্রদান করতে হবে ।
