ফিকহুস সুনান ওয়াল আসার

৫. রোযার অধ্যায়

হাদীস নং: ১৩২৭
একজন আরেকজনের পক্ষ থেকে সালাত আদায় করবে না এবং কেউ কারো পক্ষ থেকে সিয়াম পালন করবে না, বরং খাওয়াবে
(১৩২৭) ইবন আব্বাস রা. বলেন, একজন আরেকজনের পক্ষ থেকে সালাত আদায় করবে না। এবং একজন আরেকজনের পক্ষ থেকে সিয়াম পালন করবে না । কিন্তু প্রতিদিনের (সিয়ামের) পরিবর্তে তার পক্ষ থেকে এক মুদ্দ করে গম খাদ্য হিসাবে প্রদান করা হবে।
عن ابن عباس رضي الله عنهما قال: لا يصلي أحد عن أحد ولا يصوم أحد عن أحد ولكن يطعم عنه مكان كل يوم من حنطة.
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ১৩২৭ | মুসলিম বাংলা