ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৫. রোযার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৩ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১৩২৪
মৃতের সিয়ামের পরিবর্তে ফিদইয়া প্রদান, অনুরূপভাবে মৃতের পক্ষ থেকে সালাত এবং তার পরিমাণ
(১৩২৪) আয়িশা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি কেউ মৃত্যুবরণ করে এবং তার উপর সিয়াম রয়ে যায় তাহলে তার পক্ষ থেকে তার ওয়ারিস-অভিভাবক সিয়াম পালন করবে।
عن عائشة رضي الله عنها أن رسول الله صلى الله عليه وسلم قال: من مات وعليه صيام صام عنه وليه

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:১৩২৫
মৃতের সিয়ামের পরিবর্তে ফিদইয়া প্রদান, অনুরূপভাবে মৃতের পক্ষ থেকে সালাত এবং তার পরিমাণ
(১৩২৫) আমরাহ বিনতু আব্দুর রহমান বলেন, আমি আয়িশা রা.কে বললাম, আমার আম্মা মৃত্যুবরণ করেছেন এবং রামাদানের সিয়াম তার উপর রয়েছে । আমি কি তার পক্ষ থেকে কাযা করব? তিনি বলেন, না। বরং তুমি তার পক্ষ থেকে প্রতিদিনের সিয়ামের স্থলে একজন দরিদ্রকে দান করবে। এইরূপ করা তোমার পক্ষ থেকে সিয়াম পালনের চেয়ে উত্তম।
عن عمرة ابنة عبد الرحمن قالت: سألت عائشة رضي الله عنها فقلت لها: إن أمي توفيت وعليها رمضان أيصلح أن أقضي عنها؟ فقالت: لا, ولكن تصدقي عنها مكان كل يوم على مسكين خير من صيامك عنها

তাহকীক:
তাহকীক চলমান

হাদীস নং:১৩২৬
মৃতের সিয়ামের পরিবর্তে ফিদইয়া প্রদান, অনুরূপভাবে মৃতের পক্ষ থেকে সালাত এবং তার পরিমাণ
(১৩২৬) ইবন উমার রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি কেউ মৃত্যুবরণ করে এবং তার উপর একমাসের সিয়াম থাকে তবে তার পক্ষ থেকে প্রতি দিনের স্থলে একজন দরিদ্রকে খাওয়াতে হবে।
عن ابن عمر رضي الله عنهما مرفوعا: من مات وعليه صيام شهر فليطعم عنه مكان كل يوم مسكين

তাহকীক:
তাহকীক চলমান