ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৫. রোযার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:১৩১৩
সিয়াম অবস্থায় মিথ্যা-অন্যায় কথা থেকে নিষেধাজ্ঞা
(১৩১৩) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি মিথ্যা-অন্যায় কথা এবং কর্ম** পরিত্যাগ না করল তার আহার ও পানীয় পরিত্যাগে আল্লাহর কোনো প্রয়োজন নেই।
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة في أن يدع طعامه وشرابه
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান