ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৫. রোযার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১৩১৪
সিয়াম পালনরত ব্যক্তি যদি ফজরের সময় গোসল ফরয অবস্থায় থাকে
(১৩১৪) আয়িশা রা. ও উম্মু সালামা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) (কখনো কখনো) স্ত্রীর কারণে জানাবাত বা গোসল ফরয অবস্থায় থাকতেন। এই অবস্থাতেই ফজরের সময় শুরু হয়ে যেত। অতঃপর তিনি গোসল করতেন এবং সিয়াম পালন করতেন।
عن عائشة وأم سلمة رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم كان يدركه الفجر وهو جنب من أهله ثم يغتسل ويصوم... ثم لا يفطر ولا يقضي

তাহকীক:
তাহকীক চলমান