ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৫. রোযার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৩ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১২৮৪
ফরয সিয়ামের ক্ষেত্রে ফজরের পরে সিদ্ধান্তগ্রহণ
(১২৮৪) সালামাহ ইবনুল আকওয়া' রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আসলাম গোত্রের একব্যক্তিকে নির্দেশ দেন যে, সে যেন মানুষদের মধ্যে ঘোষণা করে, যে ব্যক্তি ইতোমধ্যে খেয়েছে সে যেন বাকি দিন সিয়াম পালন করে। আর যে এখনো খায় নি সে যেন আজ সিয়াম পালন করে। কারণ আজ আশুরার দিন।
عن سلمة بن الأكوع رضي الله عنه قال: أمر النبي صلى الله عليه وسلم رجلا من أسلم أن أذن في الناس أن من كان أكل فليصم بقية يومه ومن لم يكن أكل فليصم فإن اليوم يوم عاشوراء

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:১২৮৫
ফরয সিয়ামের ক্ষেত্রে ফজরের পরে সিদ্ধান্তগ্রহণ
(১২৮৫) আব্দুর রহমান ইবন মাসলামা তার চাচা থেকে বর্ণনা করেছেন, আসলাম গোত্রের মানুষেরা রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট আগমন করলে তিনি তাদেরকে বলেন, তোমরা কি আজকের দিনে সিয়াম পালন করছ? তারা বলেন, না। তিনি বলেন, তাহলে তোমরা দিনের অবশিষ্ট অংশ সিয়াম পালন করো এবং এই দিনের জন্য কাযা সিয়াম পালন করবে।
عن عبد الرحمن بن مسلمة عن عمه أن أسلم أتت النبي صلى الله عليه وسلم فقال: صمتم يومكم هذا؟ قالوا لا قال فأتموا بقية يومكم وافضوه. قال أبو داؤد: يعني يوم عاشوراء

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:১২৮৬
ফরয সিয়ামের ক্ষেত্রে ফজরের পরে সিদ্ধান্তগ্রহণ
(১২৮৬) আয়িশা রা. বলেন, জাহিলি যুগে কুরাইশ গোত্রের মানুষেরা আশুরার দিনে সিয়াম পালন করতেন। এবং রাসূলুল্লাহ (ﷺ)-ও এই দিনে সিয়াম পালন করতেন। তিনি যখন মদীনায় আগমন করলেন তখন তিনি আশুরার সিয়াম পালন করেন এবং এই সিয়াম পালনের নির্দেশ প্রদান করেন । যখন রামাদান মাসের সিয়াম ফরয করা হল তখন আশুরার দিন তিনি পরিত্যাগ করেন। তখন যে ইচ্ছা করত আশুরার সিয়াম পালন করত এবং যে ইচ্ছা করত তা পরিত্যাগ করত।
عن عائشة رضي الله عنها قالت: كان يوم عاشوراء تصومه قريش الجاهلية وكان رسول الله صلى الله عليه وسلم يصومه فلما قدم المدينة صامه وأمر في بصيامه فلما فرض رمضان ترك يوم عاشوراء فمن شاء صامه ومن شاء تركه

তাহকীক:
তাহকীক চলমান