ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৫. রোযার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:১২৮৭
নফল সিয়ামের ক্ষেত্রে ফজরের পরে সিদ্ধান্ত গ্রহণ এবং সিদ্ধান্ত গ্রহণের পরে ভেঙ্গে দিলে কাযা করার বিধান
(১২৮৭) আয়িশা রা. বলেন, একদিন রাসূলুল্লাহ (ﷺ) আমার নিকট আগমন করে বলেন, তোমাদের কাছে (খাদ্য জাতীয়) কিছু আছে কি? আমরা বললাম, না। তিনি বলেন, তাহলে আমি আজ সিয়াম পালন করি। এরপর অন্য আরেক দিন তিনি আসেন। আমরা বললাম, হে আল্লাহর রাসূল, আমাদেরকে খেজুর, শুকানো দুধ ও ঘি দিয়ে তৈরী ক্ষীর উপহার দেওয়া হয়েছে। তিনি বলেন, আমাকে দেখাও তো, আমি তো আজ সিয়াম করছি। এরপর তিনি (উক্ত ক্ষীর) ভক্ষণ করলেন।
عن عائشة رضي الله عنها قالت: دخل على النبي صلى الله عليه وسلم ذات يوم فقال هل عندكم شيء؟ فقلنا لا قال فإني إذن صائم ثم أتانا يوما آخر فقلنا يا رسول الله أهدي لنا حيس فقال أرينيه فلقد أصبحت صائما فأكل
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:১২৮৮
নফল সিয়ামের ক্ষেত্রে ফজরের পরে সিদ্ধান্ত গ্রহণ এবং সিদ্ধান্ত গ্রহণের পরে ভেঙ্গে দিলে কাযা করার বিধান
(১২৮৮) আয়িশা রা.র অন্য বর্ণনায় আরো রয়েছে, রাসূলুল্লাহ (ﷺ) ......... কিন্তু ক্ষীর আমার নিকট এগিয়ে দাও। আমি এর পরিবর্তে অন্য বলেন, আরেক দিন সিয়াম পালন করব'।
عن عائشة رضي الله عنها... وفيه ... ولكن قربيه سأصوم يوما مكان ذلك
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:১২৮৯
নফল সিয়ামের ক্ষেত্রে ফজরের পরে সিদ্ধান্ত গ্রহণ এবং সিদ্ধান্ত গ্রহণের পরে ভেঙ্গে দিলে কাযা করার বিধান
(১২৮৯) ইবন আব্বাস রা. থেকে বর্ণিত, তিনি বলেছেন, নফল সিয়াম ভেঙ্গে ফেললে অন্য আরেক দিন এর কাযা করবে।
عن ابن عباس رضي الله عنه قال: يقضي يوما مكانه... إذا أصبح أحدكم صائما فبدا له أن يفطر فليصم يوما مكانه
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান