ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
৫. রোযার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১২৭৩
চাঁদ দেখে সিয়াম শুরু ও শেষ করতে হবে। মেঘ হলে ত্রিশদিন পূর্ণ করতে হবে
(১২৭৩) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা চাঁদ দেখে সিয়াম শুরু করবে এবং চাঁদ দেখে সিয়াম শেষ করবে। যদি (মেঘের কারণে) চাঁদ ঢাকা পড়ে বা না-দেখা যায় তাহলে তোমরা শা'বান মাস ত্রিশদিন পূর্ণ করবে।
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: صوموا لرؤيته وأفطروا لرؤيته فإن أغمي (غي) عليكم فأكملوا عدة شعبان ثلاثين.

তাহকীক:
তাহকীক চলমান
